প্রকাশিত: Mon, Dec 19, 2022 7:05 AM
আপডেট: Fri, May 9, 2025 6:04 PM

ব্রাজিলের লেখক নেলিদা পিনন মারা গেছেন

খালিদ আহমেদ: ব্রাজিলের লেখক নেলিদা পিনন মারা গেছেন। লিসবনের এক হাসপাতালে শনিবার ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর কারন সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায় নি। বিবিসি

তার প্রকাশনা সংস্থা এক বিবৃতিতে বলেছে,  তার মরদেহ ব্রাজিলে নিয়ে যাওয়া হবে। তাকে রিও ডি জানেরিও’র ব্রাজিলিয়ান একাডেমি অব লেটার্সের(এবিএল) সমাধিতে সমাহিত করা হবে। এবিএল প্রেসিডেন্ট মারভাল পেরেইরা বলেছেন, তার মৃত্যু ব্রাজিলিয়ান সাহিত্যের জন্যে বড়ো ধরনের ক্ষতি। তিনি সম্ভবত জীবন্ত ব্রাজিল লেখকদের মধ্যে সেরা ছিলেন। নেলিদা পিনন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যের অবদানের জন্যে ২০০৫ সালে প্রিন্স অব আস্তুরিয়াস পুরস্কার পান। এ পুরষ্কার নোবেলের সমতূল্য। তার ২০টি বই প্রকাশিত হয়েছে। তার লেখা বিশে^র ৩০টি ভাষায় অনূদিত হয়েছে।

১৯৮৯ সালে নেলিদা পিনন ব্রাজিলিয়ান একাডেমি অব লেটার্সে যোগ দেন। এর সাত বছর পর তিনি একাডেমির সভাপতি হন। শতাব্দীকাল আগে প্রতিষ্ঠিত হওয়ার পর একাডেমির তিনিই ছিলেন প্রথম নারী সভাপতি। সম্পাদনা: এল আর বাদল